শনিবার, ১০ Jun ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
রক্তদানের অপেক্ষায় বরিশাল (ROB) সংগঠনের উদ্দ্যগে আজ ২০ সেপ্টেম্বর বরিশাল কাউনিয়া বৃদ্ধাশ্রমে ১৪জন নারী পুরুষকে শাড়ী এবং লুঙ্গী প্রদান করা হয়।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মো:শাহাদাত হোসেন এর জন্মদিন উপলক্ষ্য এ আয়োজন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত বৃদ্ধ মা বাবাদের নিয়ে কেক কেটে তাদের হাতে শাড়ী এবং লুঙ্গী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মো:শাখাওয়াৎ হোসেন সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মাচরী বৃন্দ। ROB সংগঠনের থেকে উপস্থিত ছিলেন এডমিন শুভ আচার্য্য, নুসরাত জাহান সুমা, তানজিন নাহার বৃষ্টি, ফারদিন মুনতাসির নাসির,মাহিয়া মাহি,এবং আরাফাত রহমান আবির প্রমুখ।