শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
পটুয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি রফিকুল সম্পাদক হাসান আলী বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের রেকর্ড প্রচণ্ড শীত উপেক্ষা করে তুরাগের বিশাল ময়দান জুড়ে চলছে জোর প্রস্তুতি। শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা বরিশালের হিজলায় আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝালকাঠি স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘরে আগুন হিজলায় বিএনপির কারাবন্দী নেতাদের পরিবারের পাশে দাড়ালেন এম হেলাল উদ্দিন । প্রতিটি নতুন সকালেই কল্যাণের ফুল ফোটে

মানুষের অবশ্যই উচিত নেয়ামতের শুকরিয়া আদায় করা

হযরত মুসা ও তার ভাই হারুন (আ.) যখন মিশরের রাজা ফেরাউনের কাছে এক আল্লাহর দাওয়াত নিয়ে ‎যান, ফেরাউন জিজ্ঞেস করে, ‘হে মুসা, তোমাদের রব কে?’

মুসা (আ) বলেন—‎ ‎‘তিনিই আমাদের রব, যিনি সকল বস্তুকে আকৃতি দিয়েছেন, তারপর তিনিই পথনির্দেশ করেছেন।’‎ ‎ ‎(সুরা ত-হা, আয়াত ৫০)

পৃথিবীতে যত রকমের জিনিস আছে, সবকিছুই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সূর্য আমাদের তাপ দেয়, ‎সেই তাপে গাছ বেড়ে ওঠে, ফল পাকে। চাঁদের প্রভাবে জোয়ার-ভাটা হয়, আর এর সাহায্যে সাগরে ‎উৎপন্ন হয় লবণ। গাছ ও সমুদ্র অক্সিজেন দেয়, আর এটাই আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ।

এই ‎যে প্রত্যেকটি জিনিস যে একটি নির্দিষ্ট নিয়মে হচ্ছে, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। যদি ‎এমন হয়—সূর্য নির্দিষ্ট নিয়মে তাপ দিচ্ছে না, তাহলে সব গাছ মরে যাবে, আর আমরাও খেয়ে বাঁচার মতো ‎কিছু পাব না।

যদি সাগরে লবণ না হয় কিংবা গাছ অক্সিজেন না দেয়—পৃথিবী নামক এই সুন্দর গ্রহ ‎আমাদের জন্য মৃত্যুপুরি হয়ে যাবে। তাই এই নিয়মতান্ত্রিকতা আল্লাহর অনেক বড় নেয়ামত, এর জন্য ‎আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ‎

এরপর আল্লাহ তাআলা মানুষকে যে নেয়ামত দিয়েছেন, তার নাম কোরআন। মানুষ তার জীবনকে যেন ‎সুন্দর ও সুশৃঙ্খল করতে পারে, শয়তানি শক্তি যেন তাকে খেয়ে ফেলতে না পারে, এর জন্য আল্লাহ ‎তাআলা হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদের এই নেয়ামত দিয়েছেন। ‎এটাই মানুষের জন্য শ্রেষ্ঠতম নেয়ামত। মানুষের অবশ্যই উচিত এই নেয়ামতের শুকরিয়া আদায় করা, ‎এবং কোরআনকে বাস্তব জীবনে আনা। ‎


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush