শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
পটুয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি রফিকুল সম্পাদক হাসান আলী বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের রেকর্ড প্রচণ্ড শীত উপেক্ষা করে তুরাগের বিশাল ময়দান জুড়ে চলছে জোর প্রস্তুতি। শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা বরিশালের হিজলায় আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝালকাঠি স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘরে আগুন হিজলায় বিএনপির কারাবন্দী নেতাদের পরিবারের পাশে দাড়ালেন এম হেলাল উদ্দিন । প্রতিটি নতুন সকালেই কল্যাণের ফুল ফোটে

ঝালকাঠি স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘরে আগুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঘরে আগুন লাগিয়ে দেয়। ওই ইউ‌নিয়‌নের মা‌লোয়ার গ্রা‌মের ৪নম্বর ওয়া‌র্ডের আরিফ তালুকদারের বসতঘরে। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষনে সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।

নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান বলেন, আমাদের অগ্নিকান্ডের খবর দেয়ার পর ঘটনাস্থ‌লে পৌঁছানোর আগেই সমগ্র ঘর পুড়ে ছাই হ‌য়ে গেছে। স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রেন, ফায়ার সা‌র্ভিস‌কে ফোন দি‌লেও তারা আস‌তে অ‌নেক দে‌রি ক‌রে‌ছেন, যথাসম‌য়ে আসলে হয়‌তো কিছু মালামাল রক্ষা করা যেত ।

ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সাথে জরিত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না তবে প্রতিবেশীরা ফোন করে বলেছে আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে আমার নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush