রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ১০ পেরিয়ে ১১ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (১৮ জানুয়ারি ) সকাল ১০ টার সময় উপজেলা ডাক বাংলোর হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশনের হিজলা ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোঃ মিলন সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, হিজলা উপজেলা নির্বীহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কোস্টগার্ড ইনচার্জ , গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালি, বাংলাদেশ মানবাধিকার হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ।