বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা রোগীসহ আহত- ৭

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রোগীসহ ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোররাত আনুমানিক ২ টার দিকে ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মো. মাসুদ মৃধা (২১), জামাল হোসেন মৃধা (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬) হালিমা বেগম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২ টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে (চট্র মেট্রো-চ ১১১৪৫৭) অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই গনেশ বলেন, অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা সাত জনের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে আনা হয়েছে।


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush