বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
পটুয়াখালী জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি রফিকুল সম্পাদক হাসান আলী বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ মসজিদে নববীতে মুসল্লিদের নামাজ আদায়ের রেকর্ড প্রচণ্ড শীত উপেক্ষা করে তুরাগের বিশাল ময়দান জুড়ে চলছে জোর প্রস্তুতি। শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা বরিশালের হিজলায় আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝালকাঠি স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘরে আগুন হিজলায় বিএনপির কারাবন্দী নেতাদের পরিবারের পাশে দাড়ালেন এম হেলাল উদ্দিন । প্রতিটি নতুন সকালেই কল্যাণের ফুল ফোটে

বরিশালে সবুজ কৃষি মিলন মেলা অনুষ্ঠিত

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে সবুজ কৃষি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ই অক্টোবর শুক্রবার বিকাল ৪ঘটিকায় নগরীর সরকারি বরিশাল কলেজের অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

বরিশালের বৃক্ষ প্রেমিকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে,এই মিলনমেলায় একে অপরকে বিনামূল্যে একে অপরকে বিভিন্ন রকমের গাছ উপহার দেয়। ব্যতিক্রমি এই আয়োজন করেন সবুজ কৃষি বরিশাল গ্রুপের এডমিন বরকত হাসান।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সরকারি বরিশাল কলেজের শিক্ষক রিপন হাওলাদার।দুই শতাধিক সবুজ কৃষি প্রেমীদের মাঝে মাল্টা ও পেয়ারা গাছ উপহার দেয়া হয় সবুজ কৃষি বরিশাল গ্রুপের পক্ষ থেকে।

উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ আলী হোসেন হাওলাদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার হাফিজুর রহমান, প্রফেসর মোশফেকা বেগম, প্রফেসর লতিফা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সবুজ কৃষি বরিশাল এর এডমিন বরকত হাসান বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মিলনমেলার আয়োজন করতে পেরেছি। কোন রকম আর্থিক সহযোগিতা ছাড়াই বৃক্ষ প্রেমীরা একে অপরকে উৎসাহ প্রদানের জন্য গাছ উপহার দিচ্ছে। এমন আয়োজন করতে পেরে সত্যি খুব ভাল লাগছে ভবিষ্যতেও এই আয়োজন করা হবে ইনশাআল্লাহ।


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush