শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
মদিনা কন্ঠ:: বরিশালের হিজলায় রহমান এন্ড নেসা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৩ টায় উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের মরহুম আব্দুল সাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫০ জন অসহায় গরিবদের মাঝে এই গরু বিতরণ করা হয়। এ নিয়ে প্রায় ১৫০০ গরু অসহায় ও দুস্থদের মাঝে গরু বিতরণ করেন।
গরু বিতরণ করেন বিশিষ্ট দানবীর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ কৌশলী ব্যারিষ্টার এ এম মাছুম।
প্রধান অতিথি ব্যারিষ্টার এ এম মাছুম বলেন, ১৯৯০ সাল থেকে আমরা ও আমার ভাই হিজলা-মেহেন্দীগঞ্জ এর অসহায় দুঃস্থ্য মানুষদের পাশে আগেও ছিলাম , আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধুলখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর। বক্তব্য রাখেন কাশেম উলুম ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন সাহেব, হরিনাথপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, একতা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, রহমান ও নেশা ফাউন্ডেশন এর ম্যানেজার এম এ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।