শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৩। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং এনজিও ব্র্যাক এর সহযোগিতায় আজ বুধবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ।
এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ দিব্যজ্বতি, হিজলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক তালুকদার মামুন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সেল্প অফিসার চিন্ময় বিশ্বাস, বি,এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,বি,এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমজিলাল দাস।