রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
এম বাহাউদ্দীন নোমান:: আজ ২৫শে ডিসেম্বর সকাল ৯টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা অডিটোরিয়ামে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন-এর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল, ইউসুফ আহমাদ মানসুর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দেশ স্বাধীন হয়েছে আজ ৫২ বছর অতিক্রম করেছে, কিন্তু যে লক্ষ্য নিয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে তাঁদের সে আশা আজও পূরণ হয়নি, আজও দেশের অর্থনৈতিক অবস্থা ঝুকিপূর্ণ, ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, রাজনৈতিক সহিংসতায় মানুষের জীবন কেরে নেয়া হচ্ছে প্রতিনিয়ত, আজ বিতর্কিত শিক্ষা নীতির মাধ্যমে মানুষকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার পরিবর্তে নাস্তিকতা শিক্ষা দেয়া হচ্ছে, এটা কোন মুসলিম প্রধান দেশে চলতে দেয়া যায় না। তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দক্ষ ও উত্তম আদর্শের মাধ্যমে এই সমাজ থেকে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুক্ষে দাঁড়াতে আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপসম্পাদক, মাওঃ গাজী মোঃ ওসমান গনী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ আর আই এম অহিদুজ্জামান,ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মোঃ আব্দুল হাই হাওলাদার, শিক্ষক ফোরামের জেলা সহ-সভাপতি, মাওঃ আনসারুল্লাহ আনসারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন লিটন, কুরআন শিক্ষা বোর্ডের জেলা শাখার সভাপতি আবুল হাসান বোখারী, ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি, উপাধ্যাক্ষ মোঃ জসিমদ্দীন।
আরো উপস্থিত ছিলেন , মোঃ আব্বাস আলী, মোঃ হাসান খান,কাজী নজরুল ইসলাম, হাসান আলী, রফিকুল ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ, মুশফিকুর রহমান, মমিনুল ইসলাম, মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, ইব্রাহিম খলিল, বাহাউদ্দীন নোমান প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি তিন সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন, সভাপতি মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি মোঃ কাজী নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম।