শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
মেঘনা নদীতে মাছ ধরা নৌকায় হঠাৎ বজ্রপাতে আহত হয়েছেন দুই জন ও তিন জেলে নিখোঁজ রয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের হিজলা উপজেলার আজাদ সরকারের মাছঘাটের নামায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে আহতরা হলেন, ১। রবিউল সরদার(১৮), পিতা- আবুল সরদার, ২। ওসমান সরদার(২৫), পিতা- মফিজ সরদার, উভয়ের বাড়ি মেমানিয়া ইউনিয়নে।
নিখোঁজকৃত তিনজন জেলে হলেন ১। মোক্তার সরদার(২৫), পিতা- সিকিম আলী সরদার, ২। আমির রাঢ়ী(৩৫), পিতা- খলিল রাঢ়ী, ৩। ফরহাদ সরদার(১৮), পিতা- বারেক সরদার তাদের উভয়ের বাড়ি মেমানিয়া ইউনিয়নে।।
জেলেরা সকাল বেলা জাল ফেলে অপেক্ষা করছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্ঠির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে জেলেরা আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন। অন্যান্য জেলেরা নদীর কুলে থাকা লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নৌকাতে থাকা দুইজনকে জীবিত অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। জীবিতরা এখন সুস্থ আছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নৌ পুলিশের একটি ইউনিট এর টহলদল ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।