রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন ও বরিশাল থেকে স্বরুপকাঠিগামী এস আর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত মো. কালাম এসআর পরিবহনের চালক এবং বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালে ও বরিশাল থেকে পিরোজপুরের স্বরুপকাঠির উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটের এসআর পরিবহনের একটি বাস যাচ্ছিলো। পথিমধ্যে কাশিপুর এলাকায় বাস দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এসআর পরিবহনের চালকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত বাস দুইটি আটক করা হয়েছে।