রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৫:০৮ পূর্বাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:: কচ্ছপিয়া বিএনপি নেতা, কক্সবাজার জেলা শহরে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, কক্সবাজার-রামু ০৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের আস্থাভাজন, তরুণ প্রজন্মের আইকন তৃণমূল থেকে বেড়ে উঠা সেই শফিকুল আকবর হেলালকে রামু উপজেলা নব-গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কচ্ছপিয়ার ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় নেতা ও সাধারণ মানুষের মাঝে আনন্দের মিষ্টি বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাধীন রামু উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডঃ শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন দেন। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডঃ হাসান ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উক্ত কমিটির সদস্য মনোনীত হয়েছে শফিকুল আকবর হেলাল।
এ-ই খবর নিজ এলাকায় (কচ্ছপিয়া ইউনিয়ন) ছড়িয়ে পড়তেই ফেসবুকসহ সবখানে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। বর্তমানেও কচ্ছপিয়া ইউনিয়ন ইউনিয়ন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য যে, মোক্তার আহমদকে সভাপতি ও আবুল বশর বাবু সাধারণ সম্পাদক করে রামু উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণা করা হয়।