শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত ঝালকাঠিতে  লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন, দিগন্ত জুড়ে আমনের মাঠ বরিশালের কামরুন নাহার আলোকিত নারী সন্মান পেলেন ভারতে রাজাপুরে পুকুরে বিষ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন, দেড় লাখ টাকা ক্ষতি সাজা হয়েছিলো তিন মাসের পলাতক ছিলেন ৪০ বছর কেউ থাকতে দেয়না তাই তিন মাস ধরে পুকুরে মাঁচা বানাইয়া থাকি কোথাও জায়গা পাইনা হিজলায় নবাগত নির্বাহী অফিসের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা নড়াইলের মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি উৎসবের আমেজে চাষিরা ঝালকাঠিতে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এইচএসসি পরিক্ষার্থী নিহত আহত-১ ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা রোগীসহ আহত- ৭

হিজাব বিরোধী বক্তব্যে বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

পারভেজ, বরিশাল:: আজ ৩১শে আগস্ট বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় , সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের ছাত্র এস এম হাসান রাজুর সঞ্চালনায়, প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্তর এলাকায় নোবিপ্রবির সাবেক ভিসি, ঢাবির আইইআর বিভাগের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান চাঁন মিয়া কর্তৃক পর্দাবিরোধী বক্তব্য ও হিজাবী শিক্ষার্থীদের হেনস্তা এবং ভিকটিমকে উগ্রবাদী উপাধি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এতে বক্তব্য প্রদান করেন, সমাজ কর্ম বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ রেজাউল করিম, মোঃ আব্দুর রহিম,( রসায়ন বিভাগ), এস এম হাসান রাজু ( সমাজকর্ম বিভাগ), এম এম শোয়াইবুর রহমান ( ইংরেজি বিভাগ), মোঃ হান্নান উদ্দিন শাকিল, (ব্যাবস্থাপনা বিভাগ), হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খাঁন ( ইসলামিক স্টাডিজ),আজিজুল ইসলাম সাগর, (ইসলামিক স্টাডিজ),আইয়ুব আলী,( ইসলামীক স্টাডিজ),মুহাম্মাদ হাসান (ইংরেজি বিভাগ), মোঃ ইমাম হাসান ( ইংরেজি বিভাগ)
, মোঃ তাওফিক (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ),মোঃ হাসান ( ইংরেজি বিভাগ) সহ অন্যান্য শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে মিছিলটি শেষ করে।

Share This Post in Your Social Media

© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush