মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন
মো: রহমাতুল্লাহ পলাশ:: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে মেমানীয় এলাকায় মেঘনার মোহনায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত রাজিয়া (১১) মেমানীয় ইউনিয়নের ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। সে ওই ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে তার মামা আব্দুল্লাহর সাথে থাকতো। দুর্ঘটনায় দুই স্পিডবোটের চালকসহ আরও তিনজন আহত হন।
গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, চিকিৎসা শেষে ঢাকা থেকে ফেরা আব্দুল্লাহ ও রাজিয়া বাড়ি যেতে উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত ৮টার দিকে হিজলা-গৌরবধী রুটের স্পিডবোটে উঠে। সোয়া ৮টার দিকে মেমানীয়ায় মেঘনা মোহনায় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় স্পিডবোটের বডি ভেঙে রাজিয়ার পেটে ঢুকে যায়।
হিজলা থানা ইনচার্জ ওসি অসীম কুমার সিকদার জানান, “রাজিয়া ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত তিনজনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্রেকিং নিউজ
উয়েফা সুপার কাপে মাঠে ফিরছে দর্শক।
হিজলায় ২ ভাইয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বাবার মৃত্যু।
মাদকাসক্ত তরুণ-তরুনী কাছে জিম্মি থাকে পুরো পরিবার ।