মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৫৮ পূর্বাহ্ন
মদিনা কন্ঠ ডেস্ক:: বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড-১৯ টিকাদান কর্মসূচীকে সফল করতে সারাদেশের ন্যায় সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে একত্রে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সদস্যরা।
মানবসেবার লক্ষ উদ্দেশ্য নিয়ে গত (৭ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সদস্যরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকা নিতে আসা সরকারি , বেসরকারি সহ বিভিন্ন পেশার মানুষকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর নিবন্ধন করা সহ টিকা দেয়া পযর্ন্ত সেচ্ছায় কাজ করে যাচ্ছে।
হিজলা উপজেলাধীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সদস্যরা হলেন, মোঃ আবু সাইদ , মোঃ জাহিদুল ইসলাম রিফাত, মোঃ ইমরান হোসেন, মোঃ হৃদয়,মোঃ জুলহাস, মোঃ রিফাত হোসেন, সানজিদা রহমান, সামিয়া বেগম, মোঃ লোকমান হোসেন, আমিনুল ইসলাম অপু, মিরাজুল ইসলাম, মেহেদী হাসান, আবদুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাফি হাসান, মোঃ শাকিল সিকদার, মোঃ বাকি বিল্লাহ , মোঃ আরিফ হোসেন, মোঃ নুরু উদ্দিন।