বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ১১:৫৬ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় কলেজ ছাত্রীকে উত্যক্ত্য করায় থানায় মামলা দায়ের। অভিযুক্ত আসামী আটক। জানাযায় কয়েক মাস যাবৎ কলেজ ছাত্রীকে উত্যক্ত্য করে আসছে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের মজিদ মাঝির বখাটে ছেলে আজিজুল।
মামলা সূত্রে জানাযায় গত ১৫ ই মে ঐ ছাত্রী বান্ধবীদের সাথে কলেজে আসার পথে পথরোধ করে টানা হেছড়া করে। বিষয়টি কলেজ ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে অবহিত করে। তখন পরিবারের সদস্যরা স্থানীয় চেয়ারম্যান নিকট জানালে তিনি আইনী ব্যবস্থা নিতে বলেন। পরে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এর নিকট একটি লিখিত অভিযোগ দেন। তখন নির্বাহী কর্মকর্তা অভিযোগটি হিজলা থানায় প্রেরন করে।ঐ অভিযোগের পরিপেক্ষিতে উত্যক্ত্যকারী বখাটে আজিজুল কে হিজলা থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করে।
এ ঘটনায় উত্যক্ত্যকারী আজিজুলের মামা ইউনুস সিকদার জানায় গত কয়েকদিন আগে বিষয়টি জানার পর আমরা তার বিচার করেছি।যে মামলা টি হয়েছে এটি হয়রানী করা উদেশ্য করা হয়েছে।