মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৭ টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করেছেন হিজলা থানা পুলিশ
হিজলা থানার দেয়া তথ্য সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১৬ মে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এসআই মোঃ আরিফ ও এসআই মোঃ বশিরের নেতৃত্বে পুলিশের একটি টিম গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার শামসুল হক সিকদারের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ঘর থেকে শামসুল হক সিকদারের দুই ছেলে আনিস সিকদার (৩৫), মহসিন সিকদার (৩২) ও বড়জালিয়া ইউনিয়নের শামীম(২৫) কে আটক করা হয়েছে। এসময় ঘর থেকে ৪ কেজি গাঁজা ও ৭ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
এ বিষয়ে হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ বাদী হয়ে অভিযানে আটক তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছে।