শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত হয়েছে।
হিজলা প্রেসক্লাব সভাকক্ষে ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মানবজমিন পত্রিকার হিজলা প্রতিনিধি কাজী মহাসিন এর আয়োজনে রজতজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমেদ খান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, হিজলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ নুরনবী, তালুকদার মামুন, সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম, সদস্য কাজী আঃ ওয়াহেদ, মোঃ মনির মল্লিক, মোঃ ইয়ামিন মোল্লা, মোঃ মাসুদ আহমেদ, রহমাতুউল্লাহ পলাশ, কাজী শাহে আলম, রিনা সিকদার, মোঃ বরকত উল্লাহ প্রমুখ। আলোচনাসভার শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।