শনিবার, ১০ Jun ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ । আজ রবিবার ২৬ মার্চ সকাল ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রথমে সরকারের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্যের পক্ষের পরে একে একে ফুল দিয়ে সম্মান জানান, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ ও নৌপুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হিজলা কলেজ, সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়, বি,এল মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন।
এরপর উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন বাহিনী কর্তৃক কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আমীর হোসেন তালুকদার। দিবসের তাৎপর্য নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।