শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

হিজলায় বিসিডি মাঃ ও টি,টি ডিসি প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

হিজলায় বিসিডি

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলা সদরে অবস্থিত বিসিডি মাধ্যমিক বিদ্যালয় ও টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের মাঠে দুদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিন ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।

বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সহকারী শিক্ষক মন্ডলী, টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!