শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

হিজলায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা বকনা বাছুর ও ছাগল বিতরণ

বাছুর ও ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০২২-২৩ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিজলা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজ (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১১ টার দিকে হিজলা উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছে।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!