বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।

হিজলায় নবাগত নির্বাহী অফিসের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

মতবিনিময় সভা

বরিশালের হিজলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় করেছেন। আজ ২৫ সেপ্টেম্ভর রোজ সোমবার সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবাদিকগন হিজলা উপজেলার নানান সমস্যাগুলো তুলে ধরেন এবং এর সমাধানে পরামর্শ প্রদান করেন। নবাগত নির্বাহী অফিসার সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা ও সমাধানের পথ নোট করেন।

তিনি বলেন এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ দাপ্তরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ যোগে কাজ করবেন এবং পারস্পারিক সহযোগিতা কামনা করেন। কিছু দাবি দাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

উপস্থিত ছিলেন হিজলা উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল ১০টা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush