বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
বরিশালের হিজলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় করেছেন। আজ ২৫ সেপ্টেম্ভর রোজ সোমবার সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবাদিকগন হিজলা উপজেলার নানান সমস্যাগুলো তুলে ধরেন এবং এর সমাধানে পরামর্শ প্রদান করেন। নবাগত নির্বাহী অফিসার সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা ও সমাধানের পথ নোট করেন।
তিনি বলেন এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ দাপ্তরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ যোগে কাজ করবেন এবং পারস্পারিক সহযোগিতা কামনা করেন। কিছু দাবি দাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
উপস্থিত ছিলেন হিজলা উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল ১০টা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।