শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে জেলেদের সংঘবদ্ধ হামলায় হিজলা নৌপুলিশের ইনচার্জ বিকাশ চন্দ্র দে সহ ৮ জন আহত হয়েছেন।
অন্য আহত ব্যক্তিরা হলেন নৌপুলিশ সদস্য জাকারিয়া, নৌকার মাঝি সালাউদ্দিন ফকির, মাঝির সহকারী হেদায়েত উল্লাহ, মোঃ ইয়াকুব, রিয়াজ, সোহাগ। আহতরা সবাই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো: মতিউর রহমান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।
ঘটনার বিবরণে নৌকার মাঝি সালাউদ্দিন ফকির জানান, শুক্রবার ১০ মার্চ বিকেল ৫টার দিকে টহলরত অবস্থায় ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে কারেন্ট দেখতে পান। সেই অবৈধ কারেন্ট জাল তুলতে গেলে প্রায় ২০টির মতো জেলে ট্রলার তাদের ট্রলারকে চারিদিক থেকে ঘিরে হামলা চালায় এবং ইট, পাথর, বাঁশ তাদের দিকে নিক্ষেপ করতে থাকে।
এতে নৌপুলিশের ইনচার্জের মাথা ফেটে যায় এবং তারাও আহত হন। পরিস্থিতি সামলাতে ৮ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। মৎস্য অফিসার এম এম পারভেজ স্পীডবোটে থাকার কারণে তিনি হামলায় আহত হননি। উক্ত ঘটনায় কাউকে আটক করতে পাড়েনি পুলিশ। তবে মামলার প্রস্তুতি চলছে।