শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩। এবারের প্রতিপাদ্য- স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার ১০ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে র্র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে দিবসের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবিদ হাসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, হিজলা ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, হিজলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আঃ আলীম, তালুকদার মামুন, বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় সাধারণ জনগণ। অনুষ্ঠানের শেষে হিজলা ফায়ার স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।