শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলায় আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণ উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে ২০২১-২২ খরিব ২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
অতিথি হিসেবে থেকে বিতান করেন স্থানীয় সাংসদ সদস্য জননেতা পঙ্কজ নাথ এমপি , তিনি বলেন বাংলাদেশে যখন ৭ কোটি মানুষ ছিল তখন দেশে ক্ষুধার্ত এবং অভাব ছিল এখন বাংলাদেশে ১৮ কোটি মানুষ তারপরও জননেত্রী শেখ হাসিনার কর্ম দক্ষতার গুনে বাংলাদেশ আজ ক্ষুদা ও দারিদ্রমুক্ত। এবং দরিদ্র নাই কারণ বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সার এবং বিজ বিতরণ করছেন সেই বীজগুলো বছরের তিনবার উৎপাদন করা যায় উৎপাদন করে ফসল পাওয়া যায় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, গুয়াবাড়ায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, হিজলা গৌরবদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী অফিসার সুকদেব বিশ্বাস ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ আল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি, আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ,