শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
হজ্জ করতে যাবো আমি-যাবো নবীর দেশে
হজ্জ শেষে ফিরবো আমি-খাঁটি হাজীর বেশে।
কাঁদবো আমি খোদার ঘরের-কালো গিলাফ ধরে
কালো পাথরে চুমু খেয়ে-গোনাহ পড়বে ঝরে।
আমি প্রভুর ঘরের চারপাশে-ঘুরে তওয়াফ করবো
খাঁটি তওবা করে জীবনের-নাফরমানি ছাড়বো।
জীবনের আর কয়দিন বাকি-জানি নাতো মোটে
হজ্জ করে সব ছেড়ে দেবো-নেবো না ধন লুটে।
দীর্ঘদিনের স্বপন আমার-হজ্জ করতে যাবো
প্রিয় নবীর রওজায় গিয়ে-সালাম পেশ করবো।
সাফা মারওয়া দৌঁড়ে যাবো-করবো জমজম পান
তৃষিত হৃদয়ের তৃষ্ণা মেটাবো-জুড়াবো হিয়াপ্রাণ।
কবুল করো প্রভু আমায়-কবুল করো তুমি
জিয়ারতের তৌফিক দাও-আরব মরুভূমি।