রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৫:৪২ পূর্বাহ্ন
ফারুক আহমদ,সিলেট প্রতিনিধি:: সিলেটে গত ২৪ ঘন্টায় আরও শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৩২ জন। সংক্রমনের এ সংখ্যাটা গত ৩মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী এ অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০১জন, আর সুস্থ হয়েছেন ৩২ জন। তবে এসময়ে করোনায় আক্রান্তদের কারো মৃত্যু হয়নি। নতুন শনাক্তদের ৫৫ জনই সিলেট জেলার অধিবাসী। এছাড়া মৌলভীবাজারের ৩০, সুনামগঞ্জের ৩ ও হবিগঞ্জের ৯ জন।
আজ মঙ্গলবার ৩০ মার্চ সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৩০ জন। এর মধ্যে সিলেটজেলায় সর্বোচ্চ ১০ হাজার ৬৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৮২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮ জন রয়েছেন।
এই অঞ্চলে এ পর্যন্ত ২৮৩ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।
সিলেট অঞ্চলে এ পর্যন্ত ১৬ হাজার ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ১০২ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৪ জন সুনামগঞ্জেরহাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন।