শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন

নোটিশ
দেশ-বিদেশের সকল আপডেট খবর পেতে ভিজিট করুন অনলাইন ভার্সন ‘মদিনা কন্ঠ ’ ধন্যবাদ। দেশব্যাপি সংবাদদাতা নিয়োগ চলছে । 
ব্রেকিং নিউজ :

স্টেডিয়ামে বসে অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ করল ফিফা

নিষিদ্ধ করল ফিফা

অনলাইন ডেস্ক:: আগামীকাল রোববার কাতার বিশ্বকাপের পর্দা উঠবে। আর এরই মধ্যে অ্যালকোহলের বিষয়ে এসেছে নতুন সিদ্ধান্ত। যতটুকু সুবিধা দেওয়া হয়েছিল, সেটিও নেওয়া হলো কেড়ে। স্টেডিয়ামে বসে অ্যালকোহল গ্রহণের বিষয়ে দেওয়া হয়েছে নতুন নিষেধাজ্ঞা।

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের স্টেডিয়াম এলাকা থেকে বিয়ার বিক্রির জায়গা সরিয়ে নেওয়া হয়েছে।’ এর পরেই ইউরোপসহ বিভিন্ন জায়গা থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিবৃতির পরে চটেছে অ্যালকোহল বিক্রির বিভিন্ন কোম্পানিও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে আরও ভয়ঙ্কর তথ্য। মার্কা বলছে, ‘কাতারে অবৈধভাবে কেউ মাদক পাচার বা বহন করলে জরিমানা হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।’ অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ‘স্টেডিয়ামের ভেতরে কাউকে মদ পান করতে দেখলে বা কেউ মাতলামি করলে অনেকেই অস্বস্তিতে পড়বেন। কারণ বিশ্বকাপে বেশির ভাগ দর্শক এশিয়া ও মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসবে। তারা অ্যালকোহলের বিষয়ে তেমন অভ্যস্ত না।’

আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এই আসর। সেজন্য প্রস্তুত কাতারের পাঁচ শহরের আট স্টেডিয়াম। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি।

কাতার বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এ ছাড়া, ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।

অন্যদিকে, আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

নিউজ টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন:-


© All rights reserved © 2018 MadinaKantho.com
Design & Developed BY Madina Kantho
error: Content is protected !!