শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন
মোহাম্মদ রনি মিজি:: নোয়াখালির সোনাইমুড়ি উপজেলায় পবিত্র কোরআন অবমাননায় জাহানারা বেগম ( ৩৯) এক নারীকে আটক করে সোনাইমুড়ি থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে নাটেশ্বর গ্রামের মিলস মিয়ার সস্ত্রী।
স্থায়ী ইউনিয়ন নাটেশ্বরের চেয়ারম্যান কবির হোসেন জানান, সকালে ঐ মহিলা তার মেয়েদের সাথে ঝগড়ার জের ধরে সৃষ্টিকর্তাকে কটাক্ষ করে পবিত্র কোরআনে লাথি মারে । এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলায় উত্তেজনা দেখাদেয়। পরে ঐ নারীকে স্থানিয় জনগন ইউনিয়ন পরিষধে নিয়ে এসে পুলিশকে সোর্পন করেন।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঐ নারী পবিত্র কোরআনে লাথি মারার পাশাপাশি কিছু দিন আগে পবিত্র কোরআনে পস্রাব করেছেন।ঐ ঘটনায় আইন গত ব্যাবস্তা গ্রহণ করা হবে।বৃহষ্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেপ্তার দিখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে আদালতে পাঠানো হবে।