শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
ফারুক আহমদ,সিলেট প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে জামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান ৫০ হাজার টাকা জরিমানা করেছে। খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে তাকে এ জরিমানা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৩ রা এপ্রিল) স্থানীয় উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশে পশ্চিম প্রয়াগমহল মৌজার কান্দি গাঁও এলাকায় সরকারি খাস জমি হতে এক্সভেলেটর দিয়ে মাটি কাটা শুরু করেন কিশোরপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মো: জামাল উদ্দিন(৪০)।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান। এসময় তিনি বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জামাল উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।