শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০২ অপরাহ্ন
সব ভালোবাসায় প্রাপ্তি থাকেনা হারাতেও হয় ,
ভালোবাসা মানে শুধুই হাসি নয়
কাঁদতেও হয় , হৃদয়ের সাথে যারা অন্তরাত্মাকে আষ্টেপৃষ্টে বেঁধে নতুন গান রচনা করতে পারেন
তাদের জানা উচিৎ একতারার তার ছিড়েও যেতে পারে অকস্মাৎ |
আমি সদ্য প্রয়াত “ঐন্দ্রিলা আর সব্যসাচি”র কথা বলতে চাইছি ,
‘শিরি ফরহাদ’ কিংবা ‘লাভার্স অফ ভালদারোর’ কথাই বলুন , তাদের অমর ভালোবাসাকে ছাপিয়ে লাখো বছরের ইতিহাস নতুন করে রচিত হলো সম্প্রতি ব্যস্ত নগরী কলকাতার বুকে ,
মানুষ মানুষকে এমন মাত্রায় ভালোবাসতে পারে !
এ আমাদের নতুন পাঠ |
ঐন্দ্রিলা তুমি মরে গিয়ে প্রমান করলে ‘তুমি মরণাই ‘
সব্যসাচি তুমিও কিছুই হারাওনি
তুমি ঐন্দ্রিলাকে ভালোবেসে পেলে ভালোবাসার মৃত্যুহীন অমলিন মুকুট,
এই পৃথিবী তোমাকেও মনে রাখবে
তুমিও অমর থেকে যাবে চিরকাল |