শনিবার, ১০ Jun ২০২৩, ০২:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শহরের আমতলার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিকাশ সাহা (৩৫) নামের এক যুবক। রুপাতলী থেকে ফেরার পথে তার মোটরসাইকেলটি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকায় সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। শুক্রবার গভীর রাতের এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে পথচারীরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
নিহত বিকাশ শহরের দপ্তরখানা এলাকার মৃত বলরাম সাহার ছেলে এবং কাটপট্টি রোডের ব্যবসাপ্রতিষ্ঠান রেমন্ড টেইলার্সের কর্মচারী ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন জানান, যুবক বিকাশ শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে রুপাতলী থেকে শহরে প্রবেশ করছিলেন। পথিমধ্যে শহরের আমতলার মোড় এলাকায় তার মোটরসাইকেলটি সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা উদ্ধার করে কাছেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে যুবককে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ব্যতীত হস্তান্তর করা হয়।’