শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০৮ অপরাহ্ন
মোঃ রুম্মান নোমান, স্পোর্টস প্রতিনিধি:: সাকিব আল হাসানের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই । সাকিব আল হাসান স্বপ্ন দেখে আসছিলেন বাংলাদেশে তিনি একটি বিশ্ব মানের ক্রিকেট একাডেমি গড়ার। যেখানে শুধু বাংলাদেশ ই প্লেয়ার বানাবে না।অন্যান্য দেশ থেকেও আসবে এবং এখানে অনুশীলন করবে।
গত শনিবার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নিজের একাডেমি প্রকাশ্যে এনেছেন সাকিব আল হাসান। ঢাকার অদূরে ৩০০ ফিটে হবে সাকিব আল হাসানের এই ক্রিকেট একাডেমি।
এই একাডেমির কার্যক্রম কবে নাগাদ শুরু হবে এটা জানা যায়নি । তবে তার সহযোগী হিসেবে থাকছেন মাস্কো গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের বিশ্বস্ত একটি সূত্র । সাকিব আল হাসান বর্তমানে বঙ্গবন্ধু টি টুয়েন্টি টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এই আসরে তিনি জেমকন খুলনার হয়ে মাঠ মাতাবেন।
সাকিব আল হাসানের এই ক্রিকেট একাডেমি হলে বাংলাদেশের ক্রিকেটের প্রতি অন্যান্য দেশের যে ধারণা আছে সেটা কিছুটা হলেও পরিবর্তিত হবে।