বুধবার, ০৬ Jul ২০২২, ০১:৪৩ পূর্বাহ্ন
শিক্ষক তুমি করি সম্মান-কবি মোঃআবু বকর সিদ্দীক
শিক্ষক তুমি করি সম্মান, হইও না বেঈমান।
অটল রেখো আপন ওয়েট,নয়লে তিক্তমান।
মারবে তুমি করবে শাসন,এটাই স্বাভাবিক।
অতিরিক্ত করবেনা ভাই,হবে অত্যাধিক।
শিক্ষক তুমি পিতার মতো,কথার মাঝে সিক্ত।
নরম শরম বলবে কথা,নয় তো কঠিন তিক্ত।
লোনা জলে অক্ষি আমার,বক্ষে দারুন জ্বালা।
কেমন করে মারলে তুমি,কচি ফুলের মালা!