শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
মো: রহমাতুল্লাহ পলাশ:: আমরা চাই মানুষ যেন ভাল হয় ধৈর্য সহ্য ও সহনশীল হয় অথচ আমরা নিজেরাই রাগ করি। আমরা চাই মানুষ দানশীল হোক অথচ নিজেরাই কৃপণতা করি। আমরা চাই মানুষ ভদ্র সভ্য ওয়াদা অঙ্গীকারে অটল থাকুক অথচ নিজেরাই তা ভঙ্গ করি।আমরা চাই মানুষ ভদ্রতা বজায় রাখুক অথচ আমরা নিজেরা তা রাখি না।
এক কবি বলেছিলেন, তুমি দুনিয়াতে এমন নিখুঁত ও নির্দোষ মানুষ খুজছো যার কোন কলঙ্ক নেই। তুমি কি কখনো কাঠ কে ধোঁয়া ছাড়াতে দেখেছো। এটি তো খুবই আশ্চর্যের কথা যে, তুমি দুনিয়াতে পরিপূর্ণ মানুষ তালাশ করছো অথচ তুমি নিজেই পরিপূর্ণ নও। মহান আল্লাহ পাক সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক আমিন।