রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি, বরিশাল জেলা পরিষদ এর সাবেক সদস্য, কাসেমুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসার সভাপতি ও সামছুন্নাহার মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বর্ষিয়ান রাজনীতিবিদ, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমান সিকদার হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় ১৭ জানুয়ারী মঙ্গবার দুপুর ২টায় জানাজা নামাজ শেষে গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন।
তিনি গতকাল ১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭টা ঢাকার বাংলাদেশ স্পেশাললাইট হাসাপাতলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য মাননীয় মন্ত্রী বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, দক্ষিণাঞ্চের আওয়ামীলীগ অভিভাবক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ , কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ , বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।
আরো উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুছ আলী মিয়া, হিজলা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, সাধারণ সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, হিজলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দিপু সিকদার, হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল হক লিটন ,মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু খান, মুলাদী পৌর সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন সুমন রাড়ী সহ হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতৃবন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।