শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
হিজলা প্রতিনিধিঃঃ বরিশালের হিজলা উপজেলায় আজ সোমবার ৫ সেপ্টেম্বর দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেন ও এ এস আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মটর সাইকেল তল্লাশি করে মাদক দ্রব্য সহ ২ জনকে আটক করেন। এ সময় পুলিশের কাছ থেকে ২ মাদক বিক্রিতা কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মাদক বিক্রেতাদের সহযোগীরা এ সময় আরো এক জনকে আটক। মোট তিন জন আটক।
আটক কৃতরা হলেন, হাশেম শেখের ছেলে মোঃ রাব্বি শেখ , দলিলুর রহমান সরদারের ছেলে মোঃ মাসুম সরদার, শহিদ হাওলাদার ছেলে মোঃ রাব্বি হাওলাদার , উভয়ের বাড়ি গুয়াবাড়িয়া ইউনিয়নে।
জানা যায়, গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশ রাব্বি শেখের মটর সাইকেল তল্লাশি করে মাদক দ্রব্য সহ ২ জনকে আটক করেন। খবর পেয়ে রাব্বির বড় ভাই রাসেল শেখ তার বন্ধুবান্ধব নিয়ে পুলিশের গাড়ি থেকে তার ভাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে পুলিশ কোন উপায় না পেয়ে মাদক বিক্রেতাদের স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদে নিয়ে হেফাজত রাখে পরে হিজলা থানায় খবর দিলে অতিরিক্ত আসলে পুলিশের গাড়ি থেকে তার ভাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অপরাধে মাসুম সরদারকে আটক করে।
হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া উক্ত ঘটনা সততা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক কাজে বাধা দেওয়া এবং মাদকদ্রব্য আইনের মামলা দেওয়া হবে।