শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
মাদকাসক্ত তরুণ-তরুনী কাছে জিম্মি থাকে পুরো পরিবার। সহজলভ্য হওয়ায় আসক্ত হচ্ছে তরুণ-তরুনীরা। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারের ছেলে/মেয়েরাসহ মধ্য বয়সীরাও বাদ নেই, এই মরণ নেষা ইয়াবার হাত থেকে। ইয়াবা নামক মরণ নেশায় আসক্তির কারণে উদ্বিগ্ন অভিভাবকেরা। দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য সেবন করে ভারসাম্যহীন হয়ে পড়েছেন অনেকই। আশঙ্কাজনক হারে বাড়ছে এমন মাদকসেবীর সংখ্যা।
মাদক ব্যবসায়ীদের ভয়াবহ থাবায় একটি প্রজন্ম প্রায় ধ্বংসের মুখে। মাদকাসক্ত হয়ে পড়ছে আমাদের যুবসমাজ, বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এমনকি উঠতি বয়সী স্কুলমুখী কোমলমতি শিশুরাও সঙ্গদোষে জড়িয়ে পড়ছে নেশার বেড়াজালে। অনেকে আবার অল্প বয়সে নামী দামি মোবাইল ফোন হাতে পেয়ে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্বকে জানার নামে ঢুকে পড়ছে অন্য জগতে। রাত জেগে বিভিন্ন পর্নো সাইটে প্রবেশের পর এসব অল্প বয়সী তরুণ ও কিশোররা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে মাদকে। মাদক ব্যবসায়ীরা কোনো একক ব্যক্তি নয়, পুরো জাতিকে হত্যা করছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না’।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল প্রশাসনের উদ্যোগে জিরো টলারেন্স ঘোষণার পরেও মাদক বিক্রিতে কিভাবে সাহস পায় মাদক বিক্রেতারা। এত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্যেও কিভাবে আসছে ইয়াবা। এমন প্রশ্ন গনমানুষের মনে মনে।