শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
ফারুক আহমদ:: ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক ট্রেজারার, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, সমাজসেবক এম. আব্দুস ছাত্তারের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে হতদরিদ্র এক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম কুরিখলা গ্রামের একটি অস্বচ্ছল পরিবারের সদস্যকে প্রবাসীর পক্ষে সাংবাদিকরা ওই সেলাই মেশিন প্রদান করেন।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ব্যবসায়ী মাশুকুর রহমান শিকদার রুকন।
প্রবাসীর মাধ্যমে সেলাই মেশিন পেয়ে অস্বচ্ছল পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, খুবই অসহায় আমাদের পরিবার। সেলাই মেশিন পেয়ে আমরা কিছু কাজ করে টাকা উপার্জন করতে পারব। পরিবারকে কিছুটা হলেও যোগান দিতে পারবো। তাই আমরা প্রবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করেন।