শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন
মো: রহমাতুল্লাহ (পলাশ) :: দুনিয়ার হাসি আনন্দ ক্ষণস্থায়ী। এখানে বালা মুসিবতের শেষ নেই। দুনিয়ার চেহারা অনুজ্জ্বল। এখানে মানুষ অব্যাহতভাবে একের পর এক বিপদ আপদ ও সুখ দুঃখে কষ্টে জর্জরিত হতে থাকে। আপনি এমন কোন পিতা-মাতা স্ত্রী বন্ধু-বান্ধব সাথে সঙ্গী ঘরবাড়ি বা অফিস আদালত পাবেন না যেখানে কোন সমস্যা নেই । এটা আল্লাহ তালার ফয়সালা যে, এখানে ভালো-মন্দ গরম ঠান্ডা উভয় থাকবে। এখানে যেমন ভালো থাকবেন তেমন মন্দও থাকবেন সুখের সাথে সাথে দুঃখ আসবে। পরিপূর্ণ সুখ ও আনন্দ কেবল একমাত্র জান্নাতেই পাওয়া যাবে । জাহান্নামে থাকবে কেবলমাত্র শাস্তি আর শাস্তি ।
অতএব, বাস্তবতায় বসবাস করুন কল্পনা, ও স্বপ্ন জগতে বিরাজ করবেন না। দুনিয়া যেমন তাকে তেমনই গ্রহণ করুন, যেভাবেই আপনি আপনাকে অভ্যস্ত করে তুলুন এখানে কোন খাঁটি বন্ধু নেই? না কোন স্বপ্ন পরিপূর্ণ হবে। কেননা পরিপূর্ণতা দুনিয়ার বৈশিষ্ট্য নয় ।
লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করুন।