শনিবার, ১০ Jun ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের তারাকান্দায় বাথরুমে যাওযার কথা বলে এক বছরের এক ছেলেকে রেখে উধাও হলেন এক নারী। জানা যায়, তারাকান্দা উপজেলার ধারাকান্দী গ্রামে শুক্রবার বিকালে অজ্ঞাত এক নারী এক বছর বয়সি এক ছেলেসহ আসেন। পরে বাথরুমে যাওয়ার কথা বলে ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মোছা. রুবিলা খাতুনের কোলে ছেলেকে রেখে উধাও হন নারী।
সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় আলমগীর হোসেন শিশুকে নিয়ে তারাকান্দা থানায় যান। পরে ওই ছেলেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়।
তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের জানান, ওই শিশুকে চেয়ারম্যানের জিম্মায় রেখে তার প্রকৃত অভিভাবক খুঁজে বের করার চেষ্টা চলছে। না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে দেওয়া হবে।