বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।

বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

ঈদে মিলাদুন্নবী উদযাপিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বেলা ১২টায় বরিশাল নগরীর সরকারি সিটি কলেজ মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবদান, ভূমিকা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়েও আলোচনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান খান সভাপতি সরকারি সিটি কলেজ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে কিরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান খান।


© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush