শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
মদিনা কন্ঠ অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের সকল জেলা উপজেলায় সংবাদদাতা আবশ্যক।
সর্বশেষ খবর
বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত ঝালকাঠিতে  লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন, দিগন্ত জুড়ে আমনের মাঠ বরিশালের কামরুন নাহার আলোকিত নারী সন্মান পেলেন ভারতে রাজাপুরে পুকুরে বিষ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন, দেড় লাখ টাকা ক্ষতি সাজা হয়েছিলো তিন মাসের পলাতক ছিলেন ৪০ বছর কেউ থাকতে দেয়না তাই তিন মাস ধরে পুকুরে মাঁচা বানাইয়া থাকি কোথাও জায়গা পাইনা হিজলায় নবাগত নির্বাহী অফিসের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা নড়াইলের মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি উৎসবের আমেজে চাষিরা ঝালকাঠিতে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এইচএসসি পরিক্ষার্থী নিহত আহত-১ ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা রোগীসহ আহত- ৭

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি-ফয়সাল, সম্পাদক- বাবু

সভাপতি-ফয়সাল, সম্পাদক- বাবু

বরিশালে পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে। ১৬ ই আগষ্ট বুধবার বিকেল ৫ টায় নগরীর অভিজাত সেঞ্চুরি রেষ্টুরেন্টে সবার উপস্থিতিতে সংগঠনটির নবগঠিত এ কমিটি ঘোষণা হয়।

কমিটিতে বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক মো: রাকিবুল হাছান ( ফয়সাল)কে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি সৈয়দ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সহ সভাপতি সাইদূর রহমান সাইদ( দক্ষিণবঙ্গ), শফিউর রহমান কামাল (দক্ষিণের আলো), মো: আসাদুজামান শেখ (সত্য সংবাদ), আম্মার হোসেন আম্মান (ক্রাইম টাইমস), যুগ্ম সম্পাদক, লিটন বাইজিদ (দখিনের মুখ), আল আমিন গাজি (সময়ের বার্তা), এম.আর শুভ ( সত্য সংবাদ) , আহমেদ বাইজিদ (আমাদের বরিশাল), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম( বরিশাল টাইমস), সহ- সাংগঠনিক সম্পাদক তুহিন হাসান (বরিশাল সমাচার), আইন সম্পাদক ইমরান হোসেন (কলমের কণ্ঠ), সহ-দপ্তর সম্পাদক শান্ত ইসলাম, অর্থ সম্পাদক মো: মিরাজ ইসলাম (বাংলাদেশ সমাচার), সহ-অর্থ সম্পাদক শামিম আহমেদ(এসবি টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এস আই লিমন (দেশ জনপদ), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইম ইসলাম (বিজয়ের বাংলাদেশ), প্রচার সম্পাদক আকাশ ইসলাম( অনুসন্ধান বিডি), সহ-প্রচার সম্পাদক সুমন্ত হালদার (সত্য সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ শিকদার( আলোকিত সময়), সমাজসেবা বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম (সময়ের বার্তা), ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান( বরিশাল বার্তা), পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন হাওলাদার (বাংলার ক্রাইম বার্তা), ত্রান বিষয়ক সম্পাদক আজিজুল মোল্লা (মুভি বাংলা), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান রেজা (বাংলাদেশ সমাচার), ধর্ম বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ পলাশ(মদিনা কন্ঠ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (বরিশাল জনপদ), মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুননেছা মুনা (রাইজিং বরিশাল)।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন মশিউর মন্টু (ভোরের অঙ্গিকার), মাসুম শিকদার (বরিশাল জনপদ), আরিফুর রহমান (দক্ষিণাঞ্চল), ফয়সাল আহমেদ( দক্ষিণাঞ্চল), প্রিন্স তালুকদার ( দক্ষিণাঞ্চল), মো: মনির ( আজকের সুন্দরবন), মো: বেল্লাল হোসেন ( বরিশালের কথা), মো: অলিউল ইসলাম ( সত্য সংবাদ), সুব্রত বিশ্বাস ( বরিশাল মুক্ত খবর), রুবেল মোল্লা (বরিশালের আলো), সোহেল মাহামুদ ( প্রহর বার্তা), খান তুহিন (বরিশাল সংবাদ), আসলাম ( আজকাল বিডি), শিকদার আলামিন (সংবাদ সকাল), লাবু ( ডেইলী আলোড়ন)।

সদস্যরা হলেন, খাইরুল মোল্লা( বরিশাল সমাচার), আলামিন সরদার (সত্য সংবাদ), আলিফ ইসলাম ( ক্রাইম টাইমস), সুমন নিশাত (ক্রাইম টাইমস), মেহেদী হাসান খোকন( বিএসএল ক্রইম নিউজ), রাজন (বাংলার কন্ঠস্বর), ইয়াকুব চোধুরি( ক্রাইম টাইমস)।

সংগঠনের নতুন নেতৃবৃন্দ বলেন, আমরা সংগঠনটি গঠন করছি যাতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারি, তাই কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সিনিয়র নেতৃবৃন্দ।

Share This Post in Your Social Media

© All rights reserved ©  madinakantho.Com
Design & Developed BY Rahmatullah Palush