শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন
অনেক সময় গেছে কেটে
খাল বিল নদী নালা চৌচির হয়েছে ফেটে
চারদিকে হাহাকার শুনি ,
মাটির গন্ধ হারিয়ে গেছে বারুদের মুখে
কালের কণ্ঠে যুদ্ধের প্রতিধ্বনি |
কৃষাণীর চাঁদবদনি হাসি
বিলীন হয়েছে অভাবের টানে
হয়তো কোনোদিন দেখিবেনা কৃষকেরা আর ,
সন্ধ্যার মোক্ষম লগ্নে ডাহুক ডাহুকীর ঘরে ফেরার
তাগাদা এখন তেমনটা যায়নাকো দেখা দীঘির কিনারে
আমাদের সুন্দর অতীত এখন কেবলি ফেরার |
এখন মানুষেরা শুধুই কোদালের মতো
আপনার বক্ষে টানে সব ,
আপনারে নিয়ে ব্যস্ত
আপনার মাঝে খুঁজে যতো সুখ
অন্যের জন্য কেবলি হেলা
পৃথিবীতে এসেছে কঠিন অসুখ কলরব |
পেশি শক্তি আর রক্ত চক্ষুর কাছে অবনত মাথা
দানবের যুগে সর্বত্র কেবলি লাশের স্তুপ ,
মাটির বুকে এতো প্রাণহীন দেহ কোনোকালেই দেখেনি সভ্যতা
মানবতা বর্জিত সমাজ খুঁড়েছে অন্ধকূপ |
গণতন্ত্রের জজ্ঞে ভন্ডরা মেতেছে
প্রাণের বিনাশ উৎসবে ,
সবটা আকাশ চেয়ে গেছে কালো ধুয়ায়
একসাথে এতো মানুষ নিরুপায়
কঠিন সংকটের পায়ের আওয়াজ শুনি নীরবে |