শনিবার, ১০ Jun ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের ব্রজমোহন কলেজের (বিএম) পুকুরে গোসল করতে নেমে সিমান্ত (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নগরীর শের-ই বাংলা সড়কের বাসিন্দা ও আলেকান্দা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিমান্ত বিএম কলেজের পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে সিমান্ত পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি বিএম কলেজের শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফাইজুল হক।