বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১০:০৫ অপরাহ্ন
কাজী নাজমুজ সাকিব,নীলফামারী জেলা প্রতিনিধি:: অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল রুহুল আমীনকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহঃস্পতিবার (১২ই নভেম্বর) বিকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। এসময় পুলিশ সুপার বলেন, শুরু থেকেই মোঃ রুহুল আমীন তাঁর উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে গেছেন। বিনয়ী ও জনবান্ধব অফিসার হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন তিনি। তিনি আরো বলেন, আমরা সকলেই তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং তিনি যেন তাঁর পরবর্তী কর্মজীবন সুনাম ও সফলতার সাথে অতিবাহিত করতে পারেন সেই কামনা করি। এ সময় পুলিশ সুপার তাঁকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল অশোক কুমার পাল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল এ.এস.এম. মুক্তারুজ্জামান,সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী সহ সকল থানার অফিসার ইনচার্জ সহ আরো অনেকে।
প্রসঙ্গত বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল অতি সম্প্রতি কুড়িগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসেবে নিযুক্ত হন।