বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ১০:৫৯ অপরাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রতন কুমার দত্ত (২৬) নামে এক কলেজছাত্র দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার (১৫ মে) নিখোঁজ রতন দত্তের বাবা রাম দত্ত উল্লাপাড়া মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ রতন উল্লাপাড়া সরকারি আকবর আলী বিজ্ঞান কলেজের স্নাতকের শিক্ষার্থী ও পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার রাম দত্তের ছেলে।
রাম দত্ত জানান, রতন দত্ত পড়াশোনার পাশাপাশি তার মুদি দোকানে বসত। শনিবার (১৪ মে) বিকেলে ঘোরাঘুরির কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ছেলে আর ফেরেনি। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর উল্লাপাড়া মডেল থানায় গিয়ে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রতন কুমার দত্ত নামের একজন কলেজছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে তার বাবা-মার সঙ্গে কথা বলেছি। তাকে উদ্ধারে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ।