শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:: নাটোরের গোপালপুর পৌর নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন কচিকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।
এর আগে, গত ০৯ ডিসেম্বর প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের বাসভবনে পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় মেয়র পদে আব্দুল্লাহ আল মামুন কচিসহ ছয়জন মেয়র পদে দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে। অন্যরা হচ্ছেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জিল্লুর রহমান, সদস্য সচিব ও বর্তমান মেয়র নজরুল ইসলাম মোলাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী। এই ছয় প্রার্থী থেকে একক প্রার্থী বাছাইয়ে জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়।
এরপর ১৪ ডিসেম্বর জেলা বিএনপি যাচাই-বাছাই করে একক প্রার্থী হিসেবে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন কচির নাম ঘোষণা করেন এবং কেন্দ্রীয় কমিটির কাছে কচিকে চুড়ান্ত মনোনয়ন প্রদানের জন্য সুপারিশ করেন।