শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি। । নাটোরে বসত বাড়িতে লাগা আগুনে পুড়ে শিল্পি (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮) ভোর রাতে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতের কোন এক সময়ে প্রতিবন্ধি শিল্পির টিনের চাল দেয়া ছনের তৈরি ঘরে আগুন লাগে। এসময় শিল্পি ঘুমিয়ে ছিল। প্রতিবেশীরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এসময় তারা অগ্নিদগ্ধ শিল্পিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শিল্পির সারা শরীর পুড়ে যায়। স্থানীয়রা জানান বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে নাটোর ফায়র স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে দেখে ফিরে আসে।
নাটোর ফায়ার স্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার কারন খতিয়ে দেখা হচ্ছে।