বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৯ শত ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে-২০২৩-২০২৪ অর্থবছরের এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন,খাদ্য ঘাটতির দেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।বিএনপির আমলে ১৮ জন কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। আর আওয়ামী লীগ সরকার সার বীজ বিনামূল্যে বিতরণ করে।
সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, ভাইস-চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, মোর্শেদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, সহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
এরমধ্যে গম, ভুট্টা,সরিষা,সূর্যমুখী,মুগডাল, খেলারিডাল ও মশুরডালের বীজ প্রদানসহ প্রত্যেক কৃষককে পরিমাণ মতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়েছে।